সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সর্ব সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে সোনারগাঁও পৌর যুবদলের নেতাকর্মীরা।
৭ অক্টোবর মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় সোনারগাঁও পৌরসভার পানাম নগরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালে মুছা এবং পৌর যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আল-আমিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা পানাম বাজারের ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা দাবির সারসংক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন।
এ সময় কর্মসূচিতে সোনারগাঁও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পানাম নগর এলাকা কিছু সময়ের জন্য বিএনপির প্রচারণায় মুখরিত হয়ে ওঠে।