সান নারায়ণগঞ্জ
অনুষ্ঠিত হয়ে গেল হিন্দুসম্প্রদায়ের সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূগাপূজা উৎসব। হিন্দু সম্প্রদায়ের এই দুর্গা উৎসবে নারায়ণগঞ্জ-৩ আসনের আওতাধীন সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হিন্দু সম্প্রদায়ের উৎসব পালন নিয়ে খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সাধ্যমত মান্নান দুটি থানা/উপজেলা এলাকায় অনুষ্ঠিতব্য পূজামণ্ডপে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার পৌছে দিয়েছেন।
এদিকে টানা দুইদিন সোনারগাঁয়ের ২১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মান্নান। এর আগে ২৮ সেপ্টেম্বর থেকেই সিদ্ধিরগঞ্জের ৮টি পূজামণ্ডপে সাধ্যমত আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার নেতাকর্মীদের মাধ্যমে পৌছে দিয়েছেন মান্নান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের পক্ষে মান্নানের ভুমিকায় হিন্দুসম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন মান্নান।
হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতারাও মান্নানকে কাছে আনন্দ প্রকাশ করেছেন। মন্দির কমিটি ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ মান্নানের প্রসংশা করে তাকেই যেনো আগামীতে এমপি হিসেবে পান সেই বক্তব্য দিয়েছেন হিন্দু নেতারা। সোনারগাঁয়ের মত একইভাবে সিদ্ধিরগঞ্জের পূজা মণ্ডপের নেতৃবৃন্দও তাদের ভগবানের কাছে মান্নানের জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন।
২১টি পূজামণ্ডপে মান্নান পরিদর্শন করতে গেলে সেখানে পূজামন্ডব গুলোতে সনাতন ধর্মাবলম্বী নেতাদের মুখে মুখে মান্নানের প্রশংসা শোনা গেল। তাদের প্রয়োজনে মান্নানের ভুমিকা ও অবদান তারা স্মরণ করেছেন। এর বিপরীতে আজহাররুল ইসলাম মান্নানও তাদের স্মরণ করিয়ে দেন যে, সনাতন ধর্মাবলম্বীরা কতটা ভালোবাসো তাকে।
তিনি বলেন, আমার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত প্রতিটি ভোট কেন্দ্রে আমি বিপুল ভোটে বিজয় লাভ করেছিলাম। তাই আপনাদের প্রতি আমার ভিন্ন রকম অনুভূতি সব সময় কাজ করে। আগামী সংসদ নির্বাচনে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে সোনারগাঁওয়ের প্রতিটি পূজা মন্ডবে হাইটেক সিকিউরিটির ব্যবস্থা করা হবে। পুজা মন্ডপগুলো হবে আরো বেশী প্রাণবন্ত ও উৎসবমুখর। আজহারুল ইসলাম মান্নান বলেন, আপনাদের সাথে আমার বন্ধন হোক ভালোবাসার মাপকাঠিতে এই প্রত্যাশা রাখি।