বিএনপি সব সময় সকল ধর্মাবলম্বীদের পাশে আছে: যুবদল নেতা পাপন

সান নারায়ণগঞ্জ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবদলের সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় শেখ মাগফুর ইসলাম পাপনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূজামন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দুসম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে শেখ মাগফুর ইসলাম পাপন বলেন, আমরা ধর্মীয় বিভেদ চাই না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেছেন- ধর্ম যার যার, উৎসব তার তার কিন্তু দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করব। কিন্তু আমাদের এই কথা মনে রাখতে হবে, আমরা সবাই একটা দেশের লোক। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। প্রতিদিনই আমাদের সাথে একে অপরের দেখা হয়। সুতরাং আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলবে বিএনপি। বাংলাদেশ হবে সম্প্রীতি ও সাম্যের।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা পালন করবেন। আপনাদের কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা শরীফুল ইসলাম সজীব, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জামাল হোসেন জয়, ইকরাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাফিউজ্জামান চৌধুরী, যুবদল তানভীর হোসেন, বাপ্পি সাহা, সুমন ঘোষ, সানি সাহা আকাশ, শাহীন, সজীব, নিবির, ফরহাদ, শ্রাবণ প্রমুখ।