সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৭নং – ৪নং ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
২৮ সেপ্টেম্বর তিনি রবিবার রাত ৯টার দিকে শ্রী শ্রী গৌরী নিতাই পূজা কমিটি, সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির এবং ৪ নং ওয়ার্ডের ভৈরব্দী শ্রীশ্রী দর্গা পূজা উদযাপন কমিটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করে। সোনারগাঁও তার ব্যতিক্রম নয়। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকব। উন্নয়ন যেমন হবে সমানভাবে, তেমনি ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও সর্বাত্মক ভূমিকা রাখব।
হাজী আশরাফ উদ্দিন আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারে, নিরাপদে উৎসব পালন করতে পারে—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকতে হবে।”
পূজা কমিটির নেতারা এসময় তাকে স্বাগত জানান এবং সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে থেকে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি, পূজা কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা এবং প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।