সোনারগাঁয়ের ৩০টি পূজা মণ্ডপে উপজেলা বিএনপির আর্থিক অনুদান প্রদান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। হিন্দুসম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে সোনারগাঁও উপজেলা আওতাধীন বিভিন্ন ইউনিয়নে ৩৫টি পূজা মন্ডপের কমিটির নেতৃত্বের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় এই আর্থিক অনুদান তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত এবং সাধারণ সম্পাদক সুমিত রায়ের হাতে ৩০টি পূজা মন্ডপের নগদ অর্থ তুলে দেন।

এতে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

এ ছাড়াও সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, আতাউর রহমান, সাফিরউদ্দিন মজনু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জয়নাল মেম্বার, রহমান সরকার, মোশাররফ মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসাইন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুক সহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।