সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন৷
এসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, বিএনপির সহ-সভাপতি মোঃ হালিম, মোমতাজ উদ্দীন, গোলজার হোসেন, শাহজাহান মৃধা, সোনারগাঁও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, আহছান উল্লাহ, এসহাক ইকবাল, মিলন, আসাদুল্লাহ, রহিম, মহিউদ্দীনসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।