সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড় লেবুছড়া, ভৈরব্দী ও মুক্তিসপুর জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে উন্নয়ন, বেকারত্ব নিরসন ও একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি কোন রাজনৈতিক দলের কর্মী বা নেতা নই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। জনগণের ভালোবাসা নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। আমাকে নির্বাচিত করলে মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসা, ঈদগাহসহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির প্রয়োজন। জনগণ যদি ব্যালটের মাধ্যমে আস্থা রাখে তবে তিনি ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে তিনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আক্তার হোসেন, সম্পাদক মো. হালিম মিয়া, মোতোওয়াল্লী গোলাম মাওলা, মো. সেন্টু মিয়াসহ সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন।
খুতবার পূর্বে তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কৌশলগত মতবিনিময় করেন। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।