মিথ্যা প্রলোভনের ফাঁদে না পড়তে নেতাকর্মীদের প্রতি সেলিম হোসেন দিপুর আহ্বান

সান নারায়ণগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন এলাকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি পক্ষ। তাদের সেই মিথ্যা প্রলোভনের ফাঁদে না পড়তে ত্যাগী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু।

১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম হোসেন দিপু। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে সেলিম হোসেন দিপু এর আগে ৩১ দফা স্থানীয় নেতাকর্মী ও জনতার মাঝে তুলে ধরেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নানের উপর আস্থা রাখুন এবং মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, ইনশাহআল্লাহ আজহারুল ইসলাম মান্নানই হবেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী।

সভায় জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইবরাহীম মেম্বার, হাফিজ আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন শিকদার, শাহআলম, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জামপুর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ সভাপতি মোঃ সোলায়মান, জামপুর ইউনিয়ন জাসাসের সহ সভাপতি শেখ ফরিদ সেকু, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক সুজন, লুৎফর, হাফিজুল, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু সরদার, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক লিটন ভূইয়া, জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাদির, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ ভূইয়া, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা রমজান, আব্দুর রহমান, জাহিদ, আপেল, কাশেম সহ জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।