সাবেক এমপি বাবুর ভাগ্নে জামাতা ড্রেজার রবিন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা এলাকায় ড্রেজার রবিনকে ঢাকার গুলশান থেকে অভিযান চালিয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে গ্রেপ্তার করার পর সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। তার নামে আগের একটি হত্যা মামলাসহ অপর একটি হত্যা মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছর তার মামা শ্বশুর এমপি এবং তার শ্বশুর আবু তালেব মোল্লা ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সুবাধে তাদের প্রভাব খাটিয়ে ফাউসার খাল এবং এর আশপাশের ফসলী জমির মাটি ড্রেজার দিয়ে কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করে কোটিপতি বনে যায় রবিন। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করারই সাহস করতো না।

২০২৪ সনের ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর এমপি নজরুল ইসলাম বাবু সহ তার সকল আত্মীয় স্বজন গা ঢাকা দেয়। এদিকে ১৫ বছরের অত্যাচার নির্যাতনের শিকার ও অতিষ্ট জন সাধারণ তাদের প্রত্যেকের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে এ পরিবারের প্রতি নীরিহ মানুষের দীর্ঘ ১৭ বছরের পুঞ্জিভুত ঘৃণা, ক্ষোভ এবং আক্রোশের চরম বহিঃপ্রকাশ ঘটে।

দেশের পট পরিবর্তণের পর তার নামে আড়াইহজার থানায় এবং আদালতে হত্যা, ভাংচুর সহ একাধীক মামলা হয়। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর শনিবার রাতে থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম রবিনের গ্রেপ্তার এবং কোর্টে প্রেরণের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিৎ করেছেন।