সান নারায়ণগঞ্জ
তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এ উপলক্ষে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
২৫ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টায় সংগঠনটির সভাপতি শফিউদ্দিন সাফির নেতৃত্বে বন্দর রেললাইনস্থ কল্যান্দি এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
মহানগর তারেক জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিশির আহম্মেদ খান, মহানগর তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, আল হাছান প্রমুখ।
এদিকে, আনন্দ মিছিলটি বন্দর রেল লাইন কল্যানদি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বন্দর শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠন করা প্রতিটি নেতাই বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে মামলা হামলার শিকার হয়ে কারাগারে বন্দি ছিলো। ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের পর কিছু সুবিধাবাদীদের ভীড় জমেছে বিএনপিতে। তাদের ভীড়ে দলের ত্যাগী নেতারা পিছনে পরে যাচ্ছে। আমরা যারা দলের দুঃসময়ের কর্মী তাদের বিএনপি করতে কোন পদ পদবির প্রয়োজন হয় না। হয়তোবা আমাদের বড় কোন কমিটিতে নাম পাবেন না। কিন্তু ফ্যাসিষ্ট সরকারের আমলে যে সকল ভুয়া মামলা হয়েছে সেখানে অনেক পদ পদবিদারী নেতাদের নাম না পেলেও আমাদের নাম ঠিকই পাবেন।
নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি শফিউদ্দিন সাফির সভাপতিত্বে এসময় আরও উপস্থিথ ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি সেলিম আহমেদ, মোশারফ হোসেন, নেছার উদ্দিন, অর্থ সম্পাদক সোহরাব সরকার, সদস্য আকবর, সাত্তার ভান্ডারী, শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।