সান নারায়ণগঞ্জ
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ মে শনিবার বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরীর বেপারী ভবনে এই প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রুমি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, জাহাঙ্গীর আলম, তাইজুল ইসলাম সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, শাফির উদ্দিন মজনু, আতাউর রহমান, আব্দুর রউফ, মোসলে উদ্দিন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, আব্দুর রহমান সরকার, আলমগীর মেম্বার, আবুবকর সিদ্দিক সহসোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।