সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মৎস্যজীবী দলের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৬মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সাখাওয়াত হোসেন খানের চেম্বারে জেলা মৎস্যজীবী দলের নতুন কমিটির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে ওই সময় সাখাওয়াত হোসেন খানও নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও সদস্য সচিব আমিনুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা জানান।

ওই সময় নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এসময় কমিটির যে কোন রাজনৈতিক কর্মকান্ডে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। একই সঙ্গে নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থাকার কথাও বলেন। এ ছাড়াও কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে শরীক হওয়ার জন্য জেলা মৎস্যজীবী দলের নেতাদের প্রতি আহ্বান জানান।

ওই সময় নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নির্বাচিত অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, যে কমিটি ঘোষণা করা হয়েছে আমি মনে করি এটা আমানতস্বরুপ। এই আমানতের মর্যাদা রক্ষা করার জন্য যা যা করণীয় সবই আমরা করবো। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জেলা মৎস্যজীবী দল যাতে সব সময়ই একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে আমরা সেই লক্ষ্যেই কাজ করবো।’

এ সময় জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, এএইচ এম হোসেন, রিপন শিকদার, রুহুল আমিন, মফিজুল ইসলাম, মাহমুদুল হোসেন লিংকন, ঋষীকেষ মন্ডল মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কমিটিতে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানকে আহ্বায়ক ও আমিনুল ইসলামকে সদস্য সচিব করা হয়। ১৪ মে মঙ্গলবার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম। আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করে জেলা মৎস্যজীবী দলের সম্মেলন করার নির্দেশনাও দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন শাহরিয়ার চৌধুরী ইমন, অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, দেলোয়ার হোসেন দিলীপ, এইচএম হোসেন, ফাহিম হোসেন, আজিজুল হক চৌধুরী রয়েল, আওলাদ হোসেন, উজ্জল মিয়া, ডা. হামিদুল্লাহ, সদস্য গিয়াসউদ্দিন প্রধান, অ্যাডভোকেট কামাল হোসেন, মফিজুল ইসলাম, শামসুজ্জোহা খান, নাজিমুদ্দিন ভূইয়া, জিয়াউল হক রিপন, হাফিজুর রহমান, তাইজুল ইসলাম তাজু, মাহবুবুল হক লিটন, নজরুল ইসলাম মোল্লা, রুহুল আমিন, মইনুল হোসেন, আল আমিন মোল্লা, হারুন উর রশিদ, মাসুদ শিকারী, মফিজুল ইসলাম, শাহা আলী, আরফান, কিরন ভূইয়া ও আরিফুল ইসলাম জুয়েল।