সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়ার মৃত্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও সকল বিচারকদের অংশগ্রহণে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ কোর্টের এজলাসে বিচারকদের উপস্থিতিতে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ সহ সকল বিচারকগণ উপস্থিত ছিলেন। এতে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান মরহুম আইনজীবী ভাসানীর শিক্ষা ও কর্মজীবনের ইতিহাস তুলে ধরেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচ তলায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রয়াত আব্দুল হামিদ ভাসানীসহ আইনজীবী সমিতির সকল প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং সকল আইনজীবীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
শোকসভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ সিনিয়র আইনজীবীরা অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়ার স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম, রফিক আহমেদ, হাফিজ মোল্লা, কাজী আঃ গাফফার, জয়নাল আবেদীন, খোরশেদ আলম মোল্লা, বোরহান উদ্দিন সরকার, মশিউর রহমান শাহিন, আজিজুল হক হান্টু, আজিজুর রহমান মোল্লা, আবুল কালাম আজাদ জাকির, রেজাউল করিম খান রেজা, একেএম ওমর ফারুক নয়ন, আশরাফুল আলম সিরাজি রাসেল, শামসুল আরেফীন টুটুল, সাখাওয়াত হোসেন ভূঁইয়া, সালাউদ্দিন সবুজ, ওমর ফারুক নয়ন।
বার কর্মকর্তাদের মধ্যে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আজিজ আল মামুন, সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলম খান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক মোজাম্মেল হক মল্লিক শিপলু, সদস্য ফাতেমা আক্তার, নুরুল কাদের সোহাগ, আবুল কালাম আজাদ, মো. সুমন মিয়া, আকতার হোসেনসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।