সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়েছে র্যাব-১১ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তাদের কাছঠ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
তিনি জানান, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৯৫ (দুইশত পঁচানব্বই) বোতল ফেনসিডিলসহ ২ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ সাগর হোসেন ও মোঃ আমির হোসেন।
তিনি আরো জানান যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।