সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে জনদূর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন। তিনি সিটি কর্পোরেশনের গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনে দাঁড়ালেও তাকে অপকৌশলে পরাজিত হয় বলে ওয়ার্ডবাসীর অভিযোগ।
১৬ সেপ্টেম্বর সোমবার মহানগরীর নিতাইগঞ্জ থেকে স্বাধীনতা চত্ত্বর হয়ে কদমতলী আলামিননগর এলাকায় যাতায়াতে ভঙ্গুর রাস্তা সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা এমএইচ মামুন। নিজ অর্থায়নে মামুন খানাখন্দে থাকা রাস্তায় ইট বালি ফেলা হয়।
অন্যদিকে তামাক পট্টি হয়ে শহীদনগর পর্যন্ত রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ চলাফেরা করতে ভীষণ ভোগান্তিতে পড়েছে। সেখানেও তিনি কাজ করেছেন। এ ছাড়াও তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অনতিবিলম্বে এই রাস্তাগুলার জরুরীভাবে মেরামতের দাবি জানান।