জাতীয়পার্টিতে লোটন প্রেসিডিয়াম সদস্য, এমপি খোকার পদত্যাগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম

একসঙ্গে দলের আটজন নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে একজন সাবেক মন্ত্রী, দুইজন এমপি ও একজন সাবেক ছাত্রনেতা রয়েছেন।

৯ মে বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরকৃত এক সাংগঠনিক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

জাপার বিজ্ঞপ্তিতে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে ঘোষিত নেতারা হলেন- সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী, ফেনীর নাজমা আক্তার, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, নারায়ণগঞ্জের আলমগীর শিকদার লোটন, চাঁদপুরের এমরান হোসেন মিয়া এবং মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল।

এতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতিস্বরুপ এই নেতাদের দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সদস্য ৪০ জনের মতো বলা হলেও এ সংখ্যা অনেক আগেই ছাড়িয়েছে।

অন্যদিকে এই আদেশের পর ক্ষুব্দ হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে অযোগ্যদের পদোন্নতির প্রতিবাদস্বরূপ কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের মহাজোটের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তবে তিনি জাতীয় স্বেচ্ছাসেক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে থাকবেন বলে জানিয়েছেন।

৯ মে বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়াররম্যান এক সাংগঠনিক নির্দেশে ৮ নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি দেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দেন এমপি খোকা।

এমপি খোকা বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলাম।’

লিয়াকত হোসেন খোকা আরও বলেন, আমার পরিচয় আমি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী। সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের অসুস্থ্যতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন।’

তবে তিনি পল্লীবন্ধু এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টর প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন বলেও জানান।

তিনি বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের উপর আমার আস্থা নেই। পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ্য অবস্থায় একটি মহল পার্টির ভেতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।’

এখানে উল্লেখ্যযে, এর আগে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বার এমপি নির্বাচিত হন।