নারায়ণগঞ্জে ব্লক রেইডে ৪৭ জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্লক রেইডে সাতটি থানায় মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন। এর আগের দিনও ৪৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় ৭ মে রাত ১২টা থেকে ৮মে রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে উক্ত অভিযানে মুখ্য ভুমিকা পালন করেন অতিরিক্ত পুলিশ সুুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম।

অভিযানে অভিযানে ১৩টি গ্রেপ্তারি পরোয়ানা (জি.আর) ও ৭ টি গ্রেপ্তারি পরোয়ানা (সি.আর) তামিল করা হয়। এ ছাড়াও অভিযানে ২ হাজার ৭’শ ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন, ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অভিযানে ১৯টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। উক্ত ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে বলে জেলা পুলিশ থেকে জানানো হয়।