বন্দরে প্রকাশ্যে কুপিয়ে মনুকে বিভৎস খুন!

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে মনিরুজ্জামান মনু (৪২) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ৭ জুন শুক্রবার বেলা ১১টার দিকে মদনপুরের মুরাদপুর এলাকার নিহত মনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনু সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে। মনুর স্ত্রী সাবিনার অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী এ হত্যাকান্ড ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবহন খাতে চাঁদাবাজি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনু ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরোনো দ্বন্দ্ব রয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগনি মুনমুন জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে মনু মুরাদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল ঘরে প্রবেশ করে মাথায় গুলি করে। এরপর কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে।

পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এলাকাবাসী জানায়, নিহত মনু মদনপুর মুরাদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। ৬/৭ বছর আগে আবুল নামে মনুর পরিবারের এক সদস্য পুলিশের ক্রসফায়ারে নিহত হন।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনুর ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড় বোন নিলুফা প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। তারপর থেকে মনু কাপাসিয়ায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার মনু পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যান। শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে এলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

নিহত মনিরুজ্জামানের স্ত্রী সাবিনা আক্তার বলেন, বিয়ের পর থেকে কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন মনির। সে কাঁচপুরে এক আত্মীয়ের মৃত্যুর কারণে বাড়ি এসেছিল।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।