মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী যেই হোক প্রতিরোধ করুন: যুবলীগ নেতা সাজনু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ শহর যুবলীগ সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সোনার বাংলা সোনার দেশ গড়ার প্রত্যয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। তবেই বঙ্গবন্ধুর শেখ মুজিবের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবে রুপ নিবে। একটি দেশ তখনই স্বনির্ভর দেশে পরিনত হয় যখন বিচক্ষণ নেতৃত্বে দেশ পরিচালিত হয়। আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই আজ বাংলাদেশ হাঁসছে সঠিক নেতৃত্বের কারনে। এদেশ আজ উন্নয়ণশীল দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।

৫ মে রবিবার রাত ১০টায় বন্দরের মদনগঞ্জ ইসলামপুর প্রয়াত গোলাম সারোয়ার স্মৃতি স্বরণে নাইট শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। প্রতিটি অপরাধের নেপথ্যেই মাদক সংশ্লিষ্ট। অতএব আমাদের খেলাধুলার মাধ্যমেই মাদককে চিরতরে বিদায় জানাতে হবে। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা। শিক্ষিত সমাজে মাদকের কোন স্থান নেই। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী যেই হোক প্রতিরোধ করুন। জনসচেতনতা গড়ে তুলুন। তাহলেই এদেশ হবে সুন্দর।

বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী মিয়ার সভাপতিত্ব ও মোঃ আব্দুস সালাম সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সমাজ সেবক মোখলেছুর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ব্যবসায়ী আব্দুর রশিদ চৌধুরী, ফারুক আহমেদ মাসুম, শ্রমিকলীগ নেতা মিল্লাদ হোসেন, মোখলেছুর রহমান চৌধুরী, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ তারিকুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, মহসিন দেওয়ান, মোঃ দয়াল চাঁন, মোঃ নুরে আলম, মোঃ আবুল হোসেন, মোঃ ওয়াদুদ মোল্লা, মোঃ মাসুদ, মোঃ রুবেল, মোঃ কবির, মোঃ রাসেল, মোঃ সানি, মোঃ রিফাদ, মোঃ বিজয়, মোঃ আরাফাত, মোঃ সোহাগ, মোঃ সুভ, মোঃ তৌফিক, মোঃ রিফাত, মোঃ সিফাত, মোঃ পারভেজ, মোঃ আলিফ, মোঃ সাব্বির, মোঃ রবিন, মোঃ রিয়াদ, মোঃ রকিব, মোঃ শান্ত ও মোঃ সামি প্রমূখ।

অনুষ্ঠানটি আয়োজনে ছিল ইসলামপুর তরুণ যুব সংঘ। চ্যাম্পিয়ন শিরোপা গ্রহণ করে ইসলামপুর রাইটার্স ক্লাব ও রানার্স আপ শিরোপা নেয় বালিয়াগাঁও একাদশ ক্লাব।