আড়াইহাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট কে মারধর করায় একজনকে ২ বছরের সাজা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার প্রতিপক্ষ প্রার্থীর এজেন্ট কে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ায় জাহিদুল ইসলাম ভূঁইয়া (৪৫) নামে একজনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্ত জাহিদুল ইসলাম লক্ষীবরদী এলাকার মৃত ছমিরউদ্দীন ভূঁইয়ার ছেলে। তাকে শৃ্ভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে এ সাজা দেয়া হয়।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ওই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী শাহাজালাল মিয়ার দোয়াত কলম প্রতীকের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়ার ভাই জাহিদুল ইসলাম ভূঁইয়া। জাহিদুল ইসলাম অপর প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এর ঘোড়া প্রতীকের সমর্থক বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান এ সাজা প্রদান করেন।