বন্দর উপজেলা পরিষদে তরুণ প্রজন্মের ভাইস চেয়ারম্যান পদে আলমগীর নির্বাচিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

৮ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বড় চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করে লড়াই করেছিলেন। তবে এবার তিনি হাল ছাড়েননি। তিনি আবারো নির্বাচনী মাঠে নেমে পড়েন। শেষতক বন্দর উপজেলাবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

৯ মে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বিজয়ী আলমগীর হোসেনের হাতে তার ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এরপর আলমগীর হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে মাইক প্রতীকের মো. আলমগীর ১৭ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীকে হাজার ১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পরাজিত দুই প্রার্থী তালা প্রতীকে মোশাইদ রহমান ৮ হাজার ৪০৬ ভোট ও টিউবওয়েল প্রতীকে শাহিদুল ইসলাম জুয়েল ১৩ হাজার ৪২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।