জিয়ার ম্যুরাল ভাংচুর: কৃষকদল নেতা আল আমিন খাঁনের তীব্র প্রতিবাদ ও নিন্দা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হল। শহীদ জিয়া হলে জিয়াউর রহমানের ছবি সম্বলিত সাটানো একটি ম্যূরাল ৩ এপ্রিল বুধবার দিবাগত রাতে কে বা কারা ভেঙ্গে ফেলেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন খাঁন।

বিবৃতিতে আল আমিন খাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যূরাল ভাঙ্গার ঘটনাটি দেশে রামরাজত্ব কায়েমের এক নোংরা দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারকে অসম্মান করা এটা কোন ধরনের মুক্তিযুদ্ধের চেতনা জাতি জানতে চায়? ম্যূরাল ভেঙে শহীদ জিয়ার নাম মানুষের হৃদয় থেকে মুছা যাবে না। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমি এই নোংরামির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহবান করছি।