বক্তাবলীর বাবু হত্যা মামলায় হালিম সহ ৬ আসামী কারাগারে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে
বক্তাবলীতে বাবু নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত ৬ জন আসামী কারাগারে রয়েছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ম আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বক্তাবলীর বাবু হত্যার ৬ আসামি আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

কারাগারে যাওয়া আসামীরা হলো আবদুর রহমান হালিম, রাকিব, রাকায়েত, আরিফ, মুন্নাফ, মোতালেব। তারা সকলেই বাবু হত্যা মামলার এজারভুক্ত আসামি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্ট আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা মডেল থানার বাবু হত্যা মামলার আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নারায়ণগঞ্জ আদালতে ৬ জন আসামী হাজির হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি ফতুল্লার বক্তাবলীর কানাইনগর বেকারী মোড়ে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে স্থানীয় ভাবে শালিসী বৈঠক বসে দুই গ্রুপের সংঘর্ষে বাবু নামের এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়৷ আর শালিসীর মধ্যে হালিম, আসাদউল্লাহ গংরা উত্তেজনা মূলক কথা বলে। এ নিয়ে সালাউদ্দিন, দাদন গাজী গংরা প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে হালিম, আরিফ, আশাদউল্লাহ গংরা পূর্ব পরিকল্পিত থাকায় খুব অল্প সময়ের মধ্যে রাম, চাপাতি, বগি, হকিস্টিক সহ দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়ে। হালিম গংদের হামলায় বাবুকে ঢাকা মেডিকেল হাসপাতাল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর সেখানে সে মারা যায়। এ ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে আবদুর রহমান হালিম, আরিফ, আশাদউল্লাহ, রাকিব, আলাল সহ ১৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ৬ জন আসামী হাই কোট থেকে জামিনে এসে এলাকায় ফিরে আসে।