সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আপাতত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তৃণমুল বিএনপির মহাসচিব ও লেখক কলামিস্ট অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার রচিত ‘‘স্বাধীনতা তোমাকে খুঁজছি’’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ৩১ অক্টোবর মঙ্গলবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তৈমূর আলম খন্দকারের ব্যক্তিগত সহকারী আলাল খন্দকার এই অনুষ্ঠানের স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। অনুষ্ঠানের বিষয়ে পরবর্তীতে সকলকে জানানো হবে।
এর আগে ঘোষিত হয়েছিলো, মঙ্গলবার সকাল ১০ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি থাকবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তৃণমুল বিএনপির চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম। এ ছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ।
এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ধন্যবাদান্তে নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কেএম আবু হানিফ হৃদয়।