মে দিবসে সোনারগাঁয়ে শ্রমিকলীগের র‌্যালী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘মালিক শ্রমিক মিলে মিশে গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকলীগ নেতাকর্মীরা র‌্যালী বের করেছেন।

১ মে বুধবার সকালে মহান মে দিবস উপলক্ষে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ র‌্যালী বের করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে শ্রমিকদের উপর। কিন্তু কিছু অসাধু মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে চায় না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি শ্রমিক যেন তার ন্যায্য মূল্য পাওনা থেকে বঞ্চিত না হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামীম, যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো: হানিফ মিয়া, মাহাবুব আলম মিলন, গাজী আলমগীর, আব্দুর রাজ্জাক, শাহ আলম রনি, রিয়াজুল, রফিক ও আবুল কালাম প্রমুখ।