নারায়ণগঞ্জ আইন কলেজে হবে বহুতলবিশিষ্ট ভবন: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। ১১ অক্টোবর বুধবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশনে আসেন তিনি।

এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া, গভর্নিং বডির সদস্য ফয়েজ উদ্দিন লাভলু, ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট রবিউল আমিন রনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আইন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। তিনি আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া জানান, জেলা প্রশাসক কার্যালয়ে গত মঙ্গলবার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন কলেজের বহুতল ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যে কারনে আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন। প্রাথমিক পর্যায়ে আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন-কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ভিপি অ্যাডভোকেট এমএম হাসান, জিএস আমজাদ হোসেন ও এজিএস অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

আইন কলেজ পরিদর্শন শেষে কলেজ সংলগ্ন ৪২নং আর্দশ চাষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন জেলা মোহাম্মদ মাহমুদুল হক। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমি দেবনাথ এ সময় জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক স্কুলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকারী সহযোগীতার আশ্বাস প্রদান করেন।