জয়নালের রিমাণ্ড না মঞ্জুর আদেশের বিরুদ্ধে রিভিশন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের রিমান্ড না মঞ্জুর আদেশের বিরুদ্ধে আদালতে রিভিশন করেছেন বাদী পক্ষ। ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুুর রহমানের আদালতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুমন মিয়া এই রিভিশন দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুমন মিয়া জানান, আগের দিন ২৯ এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় পুলিশের চাওয়া রিমাণ্ড আবেদন না মঞ্জুর করেন। তাই মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা হয়েছে। আদালত রিভিশন গ্রহণ করেছেন। পরবর্তীতে শুনানির দিন ধার্য্য করবেন।

জানাগেছে, ২৯ এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে চাঁদাবাজি মামলায় পুুলিশের চাওয়া রিমা-ের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত আসামির রিমা- না মঞ্জুর করে জয়নালকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৮ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এর আদালতে চাঁদাবাজি মামলায় জয়নালের উপস্থিতিতে রিমা- শুনানি হয়। আসামী পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিললের আবেদন করেন এবং রিমা- শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য্য দাবি করেন। আদালত পুণরায় সোমবার শুনানির জন্য দিন ধার্য্য করেন।

এখানে উল্লেখ্যযে, গত ২৪ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত ২০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আল জয়নালকে গ্রেপ্তার করে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় ২০ লাখ টাকা চাঁদাদাবী মামলা করেন।

সদর মডেল থানা পুলিশ ওই মামলার সূত্র ধরে বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নগরীর এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

এরপর ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন আহমেদের আদালতে আল জয়নালের জামিন ও রিমান্ড শুনানির আবেদন করা হয়। পরে আদালত ২৮ এপ্রিল রবিবার জামিন ও রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করে আল জয়নালকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন।