1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
মুসলিমনগর হাইস্কুলের নির্বাচিত সভাপতি কাজী আবুল কাশেমকে ফুলেল শুভেচছা Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

মুসলিমনগর হাইস্কুলের নির্বাচিত সভাপতি কাজী আবুল কাশেমকে ফুলেল শুভেচছা

সান নারায়ণগঞ্জ
  • আপডেট শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২ Time View
IMG 20230825 191354

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে কাজি আবুল কাশেমকে নির্বাচিত করা হয়েছে। স্কুলের দাতা সদস্য মো: বিল্লাল হোসেন সভাপতি প্রার্থী হিসেবে শক্ত ভাবে নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও একপর্যায়ে কাশেমকে সমর্থন দিয়ে সভাপতি প্রার্থী থেকে সরে দাড়ান। বিল্লাল হোসেন মহত্বের পরিচয় দেয়ায় খুব সহজেই আবুল কাশেম সিলেকশনে সভাপতি হিসাবে নির্বাচিত হন। তবে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের ভূমিকায় কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই স্কুলের সভাপতি পদের নির্বাচনের কার্যক্রম শেষ হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

এদিকে স্কুলের শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় আলোচিত সমালোচিত ব্যক্তি এমএ মান্নানকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়। মান্নান তার পুরনো প্রেমিকা দুলারিকে তার স্বামীর ঘর থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু মান্নান হজ্ব পালন শেষে দেশে এসে একদিন পর স্কুল শিক্ষিকা দুলারিকে নিয়ে পালিয়ে যাওয়ায় নারী কেলেংকারী অভিযোগ তোলে এলাকাবাসী। নারী কেলেংকারী ঘটনায় তাকে দলীয়ভাবেও বিষোদগার করা হয়।

আর নারী কেলেংকারী ঘটনায় এমএ মান্নানকে স্কুলের সভাপতি থেকে অব্যাহতি দেয়ার পর এই পদটা শুন্য হয়ে যায়। আর সভাপতি হওয়ার জন্য কাজি আবুল কাশেম ও স্কুলের দাতা সদস্য বিল্লাল হোসেন প্রার্থীতা ঘোষণা করেন। তারা দুইজনই সভাপতি হওয়ার জন্য ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে। এমনকি ভোটারদের কাছে গিয়ে ভোট চায়। স্কুলের সভাপতি নিয়ে এলাকায় কয়েকদিন ধরে চলে আলোচনা সমালোচনা। স্কুলের সার্থে ও বিশৃঙ্খলা এড়াতে এবং একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসাবে নিবর্বাচিত করার জন্য এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচন সহ আলোচনার মাধ্যমে সভাপতি হিসাবে নির্বাচিত করা হবে।

আর সকালে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন স্কুলে হাজির হন। তখন উপস্থিত হন স্থানীয় সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ, আলী হোসেন সরদার, আবু সালেহ, কাজি আবু কালাম, আবু কালাম আজাদ, আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার নিজাম সহ এলাকার যুব সমাজ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম, ম্যানেজিং কমিটির সকল সদস্যরা।

পরে আলোচনার মাধ্যমে বিল্লাল হোসেন কাজি আবুল কাশেমকে সমর্থন করে নিজের প্রার্থীতা থেকে সরে আসেন। আর সভাপতি হিসাবে আবুল কাশেম নির্বাচিত হন। তখন আবুল কাশেম বিল্লালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বিল্লাল ধন্যবাদ জানিয়ে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান করেন এবং স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করতে নবাগত সভাপতিকে পরামর্শ দেয়া হয়। এছাড়া মান্নানের কেলেংকারী বিষয়ে আলোচনা করেন আসাদুজ্জামান চেয়ারম্যান। পরে সভাপতি আবুল কাশেমকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। পাশি পাশি বিল্লাল হোসেনকেও ফুলের শুভেচ্ছা জানিয়ে সবার সাথে কুশল বিনিময় করে ক্ষনিকের বিরোধের সমাধান ঘটায়।

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL