শেখ হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শরীক হয়েছে না’গঞ্জবাসীও: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সারা বাংলাদেশে মানুষের মধ্যে কোন গণজাগরণ মাধ্যমে ঐক্যের সৃষ্টি হয়ে গেছে। সেই ঐক্য হলো শেখ হাসিনাকে বিতাড়িত করার ঐক্য। এই ঐক্য হল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার ঐক্য।

শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল রোডে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে যে প্রহসনের নির্বাচন হয়েছিল বাংলার মাটিতে এদেশের মানুষ সেই প্রহসনের নির্বাচন আর হতে দিবে না। এই সরকারের পতনই হলো আমাদের মূল দাবি। এক দফা দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা এক দফা দাবি বাস্তবায়ন করবো এবং শেখ হাসিনার পতন ঘটাবো। আর সেই এক দফা দাবি আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে শরিক হবে, আজকের সমাবেশে সকলের উপস্থিতিই প্রমাণ করে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপুসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।