লজ্জা লাগছে, তারা স্বাধীন দেশের নির্বাচন চায় জাতিসংঘের অধীনে: শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

এমপি একেএম শামীম ওসমান বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেছেন, সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের উপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না যেন আমাদের উপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।

৩০ জুলাই রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের এই সংসদ সদস্য এসব কথা বলেন। এর আগে ৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ৬ তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন শামীম ওসমান।

শামীম ওসমান আরও বলেন, আজকে লজ্জা লাগছে যেই দেশ পৃথিবীর সবচেয়ে বেশি রক্ত দিয়ে স্বাধীন হয়েছে সেই দেশকে বলা হচ্ছে জাতিসংঘের অধীনে নির্বাচন করার জন্য। এতে আমাদের মত কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি খুশি হচ্ছে। যদিও এটা জীবনে কখনো হবে না কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনেকেই স্বপ্ন দেখছেন রাতের আধারে ক্ষমতায় চলে আসবেন। ক্ষমতা তো অনেক দূরের কথা ক্ষমতার একশ কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দিন আহমেদ, দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, আজীবন দাতা সদস্য আলহাজ্ব আনিসুর রহমান, গভর্নিং বডি অভিাবক সদস্য (কলেজ) মো. মুজিবুর রহমান, মোঃ ছিদ্দিক, গভর্নিং বডি অভিভাবক সদস্য (স্কুল) আলহাজ্ব মোঃ কবির হোসেন, গভর্নিং বডি অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) মিসেস নুসরাত জাহান, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) মিসেস আকতার জাহানসহ শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সদস্য মো: রমজান আলী, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, থানা আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ তপন, শাহরিয়ার রহমান বাপ্পি প্রমুখ।