সর্বদিকে তোলারাম কলেজের শ্রেষ্ঠত্ব: ছাত্র-ছাত্রী সংসদের শুভেচ্ছা ও অভিনন্দন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালের নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে জীবন কৃষ্ণ মোদক, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে সরকারি তোলারাম কলেজের বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে সরকারি তোলারাম কলেজের রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে।

নির্বাচিত সবাইকে ছাত্র-ছাত্রী সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান।

IMG 20230719 214509

১৯ জুলাই বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মঞ্জুরুল হাফিজ।

এ বিষয়ে হাবিবুর রহমান রিয়াদ প্রধান বলেন, নারায়ণগঞ্জের মধ্যে তোলারাম কলেজ সবসময় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে আসছে। আশা করছি, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ