পেশাজীবী পরিষদের সমাবেশে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জের পেশাজীবীদের যোগদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে সমাবেশ ও নীরব পদযাত্রা কর্মসূচী পালন করেছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি)।

শনিবার (১৫ জুলাই) সকালে এক দফা দাবিতে রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ও নীরব পদযাত্রা কর্মসূচী সফল করতে সকালে নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ সহ বিভিন্ন পেশাজীবী নেতাকর্মীদের নিয়ে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এসময়ে পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সিনিয়র সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, জেলা আইনজীবী ফোরাম নেতা এড. মশিউর রহমান শাহিন, এড. বেনজীর আহমেদ, এড. আহসান হাবীব শাহিন, এড. মাহমুদুল হক আলমগীর, এড. গুলজার হোসেন, এড. কামাল হোসেন, এড. কাজী আঃ গাফফার, এড. রকিবুল হাসান শিমুল, এড. সালাহ উদ্দিন ভূইয়া সবুজ, এড. আলম খান, এড. কামাল হোসেন মোল্লা, এড. আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. হাবিবুর রহমান, এড. রাসেল প্রধান, এড. সারোয়ার জাহান, এড. নুর বাঁধন, এড. হামিদুর রহমান মাসুদ, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. রাসেল মিয়া, এড. ফজলুর রহমান ফাহিম, এড. আবুল কালাম আজাদ, এড. কেএম সুমন, এড. আদনান মোল্লা, এড. আনিসুর রহমান, এড. আবু রায়হান, এড. আলমগীর কবির, এড. রকিবুল হাসান প্রমুখ।

জানা গেছে, শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশে করেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে একটি নীরব পদযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।