রাজধানীর সমাবেশে নেতাকর্মীদের নিয়ে মাসুকুল ইসলাম রাজীবের শোডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

পরে তিনি নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির মুল ব্যানারে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যোগদান করেন।

IMG 20230712 202054

১২ জুলাই বুধবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সমাবেশে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা ফেস্টুন-ব্যানার নিয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের পক্ষে এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগান দেন।

এমনকি আরো খবর