এমপি খোকার প্রচেষ্টায় ৮১ কোটি টাকা ব্যয়ে শম্ভুপুরা টু সাবদী গার্ডার ব্রীজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

এমপি লিয়াকত হোসেন খোকার অক্লান্ত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের শম্ভুপুরা থেকে বন্দর সাবদী খেয়াঘাটে ৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ৪০০ মিটার আরসিসি গার্ডার ব্রীজটি। দ্রুত এই প্রকল্পের কাজটি সম্পন্ন করার জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরটি। এই ব্রীজটির ডি.পি.পি অনুমোদন করা হয়েছে।

১৯ জুন সোমবার ব্রীজের জায়গা পরিদর্শন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এ সময় তার সঙ্গে ছিলেন সি.আই.ভি.আর.আর- টু এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা জাতীয় পার্টির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয় সহ ইউনিয়ন পরিষদের মেম্মারগণ।