বন্দর থানা বিএনপির সম্মেলন: সভাপতি পদে কাউন্সিলর শাহেন শাহ্, সেক্রেটারি পদ রানা নির্বাচিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে কাউন্সিলর ভোটারদের ভোটাভুটির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বন্দর থানা বিএনপি’র দ্বি- বার্ষিকী সম্মেলনে শেষে সভাপতি পদে নুর মোহাম্মদ পনেছ ও শাহেন শাহ আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কাউন্সিলর ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে শাহেন শাহ্ আহম্মেদ। নুর মোহাম্মদ পনেছ পেয়েছে ২১ভোট আর শাহেন শাহ্ আহম্মেদ পেয়েছে ২৪ ভোট। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হক রানা।

শুক্রবার ( ৯ জুন ) বিকেল তিনটায় বন্দরের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৪৫জন কাউন্সিলরদের মধ্যে ৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল তিনটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসনে খান, সম্মেলনের উদ্বোধক মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এদিকে বন্দর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বন্দরে উৎসব মুখর পরিবেশে অবিরাজ করেছে । দুপুর থেকেই বন্দর থানা বিএনপি’র আওতাধীন ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন মঞ্চে হাজির হতে থাকেন। বিকেল তিনটার মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়ে সাফল্য মন্ডিত করে তোলেন।

বন্দর থানা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ পনেছের সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা সঞ্চালয়নায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতে মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক মাজহারুল ইসলাম হিরণ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, মাহমুদুর রহমান, কেন্দ্রীয় যুবদলের ১ম সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, সোহেল খান বাবু, কামরুল হাসান চুন্নু সাউদ, বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহিন আহমেদ, শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, নাজমুল হক, মো. মহসিন, মহসিন উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাতা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।