আগামী দুই মাস রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সফলভাবে সম্পন্ন করায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আশা করছি দুটি থানা ও একটি উপজেলা সম্মেলন অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করব। এর পরে বড় পরিসরে জাঁকজমকভাবে মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন বন্দর উপজেলা বিএনপির অন্তর্গত কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার ( ৫ মে ) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কাজমি পার্টি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমি একটা কথাই বলতে চাই আমাদের কোন ভাই এখানে রাজনীতি করে না। আমরা মনে করি আজকে এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে সকলেই আমাদের ভাই। কারো সাথে আমাদের দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা নেই। যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে দলের দুর্নাম করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম বিএনপিকে আওয়ামী জাতীয় পার্টি মুক্ত করব। সেই লক্ষ্যেই আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সফল হব।

তিনি বলেন, বন্দর উপজেলার মধ্যে সবচেয়ে বৃহত্তর ইউনিয়ন হল কলাগাছিয়া ইউনিয়ন। আগামী দুই মাস রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে কে এমপি হবে কে মন্ত্রী হবে কে মেয়র হবে সেইটা নিয়ে আমরা চিন্তা করি না। দল যদি ক্ষমতায় আসে নির্বাচনের যদি পরিস্থিতি সৃষ্টি হয় তখন যে দল যে সিদ্ধান্ত নিবে সেই সেই পথে নির্বাচন করবে। ‌ আমরা এমপি-মন্ত্রী হওয়ার জন্য এই পদে আসি নাই। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছি। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই পবিত্র দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব অনুযায়ী কাজ করছি।

তিনি আরও বলেন, আমরা চাই এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক। সেই লক্ষ্যে আমাদের দলের নেতা তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দলকে সুসংগঠিত করার পাশাপাশি আন্দোলন সংগ্রামেও তিনি দক্ষতার পরিচয় দিচ্ছেন। আজকে বিশ্ব নেতারাও চাচ্ছে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যাদেরকে নির্বাচনে বিজয়ী করবে তারাই এদেশের শাসনব্যবস্থা কায়েম করবে দেশকে চালাবে। আজকে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা কানাডা সকল গণতান্ত্রিক রাষ্ট্র এ মতামত পোষণ করেছেন। এবং এই সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক ও আইন বহির্ভূত পদক্ষেপের কারণে দেশ নাসাৎ হয়ে যাচ্ছে। দেশকে দুর্নীতি করে করে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এদেশের মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিশ্ববাজারে আজকে বাংলাদেশ দুর্নীতির জন্য বিখ্যাত হয়েছে।

সম্মেলন শেষে শাহাদুল্লাহ মুকুলকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, হুমায়ূন কবিরকে সিনিয়র সহ-সভাপতি, মো. দিদার ও হাকিম মেম্বারকে সহ- সভাপতি এবং দ্বীন ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সজিব খন্দকারকেসাংগঠনিক সম্পাদক করে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির এড. রফিক আহমেদ, সদস্য ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, হাবিবুর রহমান দুলাল, বন্দর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরণ,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, ফারুক হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,বিএনপি নেতা কাউন্সিলর শাহেন শাহ্ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপি’র মহিউদ্দিন শিশির, হারুন অর রশিদ লিটন, শাহাদুল্লাহ মুকুল, শাহিন আহমেদ, তারা মিয়া, জাহিদ খন্দকার, শাহিন শাহ্ মিঠু, হুমায়ূন কবির, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাদল, নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ প্রমুখ।