1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
হয় সরকারের পতন ঘটাবো, না হয় লাশ হয়ে কবরস্থানে যাবো: টিপু Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

হয় সরকারের পতন ঘটাবো, না হয় লাশ হয়ে কবরস্থানে যাবো: টিপু

সান নারায়ণগঞ্জ
  • আপডেট শনিবার, ৬ মে, ২০২৩
  • ১ Time View
IMG 20230506 203158

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলনের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আওয়ামীলীগের লোকজনকে বলতে চাই, প্রশাসনের লোকজনকে বলতে চাই, আপনারা কি বাজারে যান? আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন, দেশের ভবিষৎ কিভাবে চলবে? আপনার বলেছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকুরী দিবেন। সেটাও পারেননি। আপনাদের দলের হলেই তাদের চাকুরী মিলছে না।

তিনি আরো বলেন, পত্রিকায় দেখলাম পুলিশ বাহিনীতে লোক নিচ্ছেন, মানে নির্বাচনে ভোট ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, দলীয় পরিচয়ে বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছেন। শেখ হাসিনাকে বলতে চাই-আপনি আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখান, সেনাবাহিনী দিয়ে ভয় দেখান, র্যাব বাহিনী দিয়ে ভয় দেখাচ্ছেন, আপনাকে বলছি- ইনশাহআল্লাহ, মরার প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছি, হয় এই সরকারের পতন ঘটাবো, না হয় লাশ হয়ে করবস্থানে যাবো।

IMG 20230506 203249

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনাকে জাপান লাল কার্ড দেখিয়েছে, জাপান প্রত্যাখান করেছে, যুক্তরাষ্ট্রে গিয়েও পাত্তা পায়নি, যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসীদের তোপের মুখে মুখ লুকিয়ে পালিয়েছেন। সেখানে জনগণ ডিম নিক্ষেপ করেছে। এবার দেশে আসেন, ২০ কোটি মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।

তিনি আরো বলেন, ফরিদপুরের জেলা ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখন ভাবেন প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা কত টাকা পাচার করতে পারে, সরকারের এমপি মন্ত্রীরা হুন্ডির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে বাড়িগাড়ি করেছে। সরকারের এমপি মন্ত্রীরা পাসপোর্ট ভিসা ঠিক করতেছে, কে কোন দেশে পালাবে। কারন রাতের ভোট এদেশে আর হতে দেয়া হবে না। নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে আবার দিনের ভোট রাতে করবেন, এদেশে আর সেটা হতে দিবো না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি’র অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

IMG 20230506 202143

সম্মেলন শেষে মোঃ সেলিমকে সভাপতি, মোঃ আশরাফ উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আঃ হান্নানকে সিনিয়র সহ-সভাপতি, আবদুস সালামকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীর হোসেন পলুকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ৬ মে শনিবার বিকেলে মহানগরীর বন্দরের মদনগঞ্জ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক আশরাফউদ্দিনকে সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দীন আমান‌।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, মাসুদ রানা, মো. সেলিম, সোহেল খান বাবু, বিএনপি নেতা জাবেদ আহমেদ, আব্দুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, বিএনপি নেতা শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন প্রমুখ।

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL