সম্মেলনের মাধ্যমে মহানগরীর ২০নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি’র আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

IMG 20230415 202452

সম্মেলন শেষে জিল্লুর রহমানকে সভাপতি, মনির হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক, মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, খোরশেদ আলমকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও ইসারুল হক রাহাতকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগরীর ২০নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় বন্দরের সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

IMG 20230415 202419

মহানগরীর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মনির হোসেন পাঠানের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, মাসুদ রানা, মো. সেলিম, সোহেল খান বাবু প্রমুখ।

সর্বশেষ সংবাদ