1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
জননেত্রী শেখ হাসিনার সহায়তায় সোনারগাঁবাসীকে শান্তিতে রাখার চেষ্টা করেছি: এমপি খোকা Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

জননেত্রী শেখ হাসিনার সহায়তায় সোনারগাঁবাসীকে শান্তিতে রাখার চেষ্টা করেছি: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ
  • আপডেট বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২ Time View
IMG 20230413 204244

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেছেন, বিগত ৯টি বছর সোনারগাঁওয়ে কোন হামলা মামলা হয়নি, অকারণে কাউকে মামলা দিয়ে হয়রানি করিনি, সকলের সহাবস্থান রক্ষা করতে চেষ্টা করেছি। সোনারগাঁয়ে শান্তি প্রতিষ্ঠা করেছি। সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের সকলের সহযোগিতায় অনেক রাস্তান ব্রিজ, পুল কালভার্ট, কলেজ হাইস্কুল প্রাথমিক বিদ্যালয়ের নতুন অনেক ভবন নির্মাণ, মসজিদ মাদ্রাসা এতিমখানা ও মন্দিরের অনেক উন্নয়ন করেছি। অন্ধকার নুনেরটেকে এখন আলোকিত নুনেরটেক হয়েছে। আগামীতে আল্লাহপাক আমাকে যদি সুযোগ দেয় এবং আপনারা আমার জন্য দোয়া করেন আরো বেশি উন্নয়ন করবো। আমি সোনারগাঁকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই, অন্য উপজেলার মানুষ সোনারগাঁকে দেখতে আসবে। এ সকল অর্জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য। তিনি আমাকে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

১৩ এপ্রিল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি লিয়াকত হোসেন খোকা।

এতে উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি আলী আকবর মেম্বারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি এম এ জামান, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হাসেম, ইউনিয়ন জাতীয় সদস্য সচিব মোঃ নুর হোসেন মেম্বার, জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, মোঃ মাসুদ মোল্লা মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব ভূইয়া মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ শাহীন ভূইয়া মেম্বার, সাকিব হাসান মেম্বার, আকলিমা বেগম মেম্বার, নাসরীন আক্তার পান্না, নজরুল ইসলাম মেম্বার, আবুল কাশেম মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, শিল্পী মেম্বার, উপজেলা জাতীয় যুবসংহতি যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন, জহির হোসেন প্রমূখ।

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL