সোনারগাঁয়ে উন্নয়ন বিষয়ক সভা: এমপি খোকার সঙ্গে চন্দন শীল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সহ সভাপতি এম এ জামান, দেওয়ানউদ্দিন চুন্নু, সিরাজুল হক ভূইয়া, হাজী গরীব নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক বাছেদ মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন মেম্বার, সাকিব হাসান মেম্বার, মনির মেম্বার, শাহীন মেম্বার, আলী আকবর মেম্বার, মাইনুদ্দিন মেম্বার , রুনা আক্তার মেম্বার, ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল,সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, কাজল চন্দ্র বনিক,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,স্থানীয় সকল ইউনিয়নের মহিলা ও পুরুষ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিকবৃন্দ।