সম্মেলনের মাধ্যমে মহানগরীর ১৬নং ওয়ার্ডে বিএনপির কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আল-আমিন প্রধানকে সভাপতি ও মাহাবুব রহমানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (৩১ মার্চ) মহানগরীর দেওভোগ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

IMG 20230331 211546

নারায়ণগঞ্জ মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আল-আমিন প্রধানের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক মাহাবুব রহমানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, মাকিদ মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব অ্যাডভোকেট এইচ এম আনোয়ার হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহম্মেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর প্রমুখ।