মুন্নার মুক্তির দাবিতে সজীবের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতাকর্মীদের মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও এশিয়ান হাইওয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্ৰেফতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ সময় মিছিলে ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ রাজধানী মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার।

এমনকি আরো খবর