বন্দরে শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

৭ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ বন্দরের ৭৫নং চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। সালামতউল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়ের হলরুমে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের ড্রেস ও শিক্ষা উপকরণ প্রদানের দাতা সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী হাসান আহাম্মেদ খোকন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী মোঃ লিয়াকত আলীর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ,বন্দর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম,বিশ্বনবী আলিয়া মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সরদার মোঃ আবু তালেব, ইমরান হোসেন আদিল, শিক্ষানুরাগী ইমরান হোসেন আদিল, জাকির হোসেন, মোক্তারউদ্দিন মুক্তু, মোঃ সেলিম মিয়া, সহকারি শিক্ষিকা সাদিয়া হক হীরা, ঝর্ণা বেগম, লাকি আক্তার, মনশ্রিতা সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী হাসান আহাম্মেদ খোকন বলেন,শিক্ষা থাকলে ক্ষতি নাই,শিক্ষা ছাড়া গতি নাই। একমাত্র শিক্ষাই পারে জাতিকে উঁচু স্থানে নিয়ে যেতে। শিক্ষা মানুষকে উচ্চ শিখরে পৌঁছে দেয়।

তিনি আরো বলেন,শিক্ষা দেয়া এবং নেয়া দু’টোই কল্যাণকর। আপনারা সবকিছু বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবুন দেখবেন সমাজ এমনিতেই উন্নতির দিকে ধাবিত হবে। এজন্য সাহায্য সহযোগিতা যতটুকু লাগে করবো। তবে কেবল সহযোগিতার আশায় বসে থাকলেই চলবেনা চেষ্টা করতে হবে যাতে করে সহযোগিতা ছাড়াও শিক্ষাদান প্রক্রিয়াটি চালু রাখা যায়।

প্রধান অতিথি আরো বলেন,এতো ধনী হয়ে কি লাভ বলুন যদি দরিদ্র স্বজনদের উপকারে না আসি। সমাজের প্রতিটি বিত্তবান যদি গরীবের প্রকৃত হক মিটাতো তাহলে এদেশে গরীব শব্দটি থাকতোনা। আসুন আমরা ধনী-গরীবের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করি।