সোনারগাঁও পৗর এলাকায় কবরাস্থানের উন্নয়নে সোহাগ রনির আর্থিক অনুদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আলিফ বাইতুল মামুর জামে মসজিদের আওতাধীন কৃষ্ণপুরা সামাজিক কবরাস্থানের জায়গা নির্ধারণ ও সংস্কার উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁ গ্রীণ সিটি মাঠে ২৬ ফেব্রুয়ারী রবিবার কৃষ্ণপুরা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওই কবরাস্থানের উন্নয়নে এক লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।

কৃষ্ণপুরা এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল আউয়াল প্রধানের সভাপতিত্বে ইসলামী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী।

উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।

এসময় সোনারগাঁও পৌর আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম টগর, কলাপাতা ফুড লিঃ এর পরিচালক মুকুল শিকদার, সমাজ সেবক মোঃ লিয়াকত আলী, সোলায়মান প্রধান, সফি প্রধান, মিলন আব্দুল আউয়াল, আতা রাব্বী জুয়েল, শাহীন প্রধান, আতিকুর রহমান সুজন, শাকিল প্রদান, সৌকত হোসেন, সাব্বির হোসেন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ইসলামী সম্মেলনে ওয়াজ নসিহত করেন আল-মারকাযুল হানাফী বাংলাদেশের পরিচালক হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী, কেরানীগঞ্জের আব্দুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী আব্দুল রউফ সিদ্দিকী, সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী মিজানুর রহমান, কৃষ্ণপুরা আলিফ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন প্রমুখ।