অনেক কঠিনের মুখে দাঁড়িয়ে সত্য বলতে হয়: মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রয়াত পিতা আলী আহাম্মদ চুনকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবর জিয়ারত করতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, চারিদিকে মিথ্যার ছড়াছড়ি, সত্য যেন হারিয়ে যাচ্ছে। অনেক কঠিনের মুখে দাঁড়িয়ে সত্য বলতে হয়, মিথ্যা বলতে এক সেকেন্ডও লাগে না। এখন মিথ্যার জমানা চলছে। আমি এই জমানার সাথে চলতে চাইনা।

২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে প্রয়াত আলী আহমদ চুনকার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিনি তার পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এখন অলিদের যুগ। চল্লিশ বছর হল বাবা চলে গেলেন। তিনি বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর আলী আহমদ চুনকা তাকে প্রথম ঢাকার বাইরে সংবর্ধনা দিয়েছিলেন। এই নারায়ণগঞ্জের চাবি তিনি তার হাতে তুলে দিয়েছিলেন। চুনকার অবদান অনস্বীকার্য। আজ যারা অনেকে চুনকাকে সহ্য করতে পারেনা, যারা ৭৫ এর পরে দাঁড়াতে পারেনি তাদের বলতে চাই, আর কত সত্যকে ঢেকে রাখবেন? মনে রাখবেন সত্য চিরস্থায়ী।