এমপি খোকার হাতে অবকাঠামোগত উন্নয়নে পাল্টে গেলো সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্র

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে চারতলা বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল, মেইন গেইটের শুভ উদ্বোধন এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, জাতীয় পার্টির নেতা গরীবে নেওয়াজ, মহিলা জাতীয় পার্টির নেত্রী ও সোনারগাঁও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, ইউপি সদস্য রুনা আক্তার মেম্বার, পলি আক্তার, নার্গিস মেম্বার, জাতীয় পার্টি নেতা মজিবুর রহমান, আক্তার হোসেন ভূইয়া ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অতিথিদ্বয় অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের আয়োজিত শীতকালীন পীঠা উৎসবে অংশগ্রহণ করেন।