মনির খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবী মামলা’ প্রত্যাহার চায় মহানগর বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় বিএনপি নেতাকর্মীদের পুলিশের দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও গায়েবী মামলা’ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সেই সাথে এই ‘মিথ্যা ও গায়েবী মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে। তাই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। ফতুল্লা থানায় দায়ের করা তেমনি এক মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক জাহিদ হাসান রোজেল, যুবদল নেতা লিংকন খান, ছাত্রদল নেতা লিংরাজ খানসহ নিরপরাধ বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।