আগামী ১০ ডিসেম্বর রাজপথেই ফয়সালা করবো: আজাদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে’। আগামী ১০ ডিসেম্বর রাজপথেই ফয়সালা করবো।’

আগামী ১০ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ নভেম্বর রবিবার বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে এই সভার আয়োজন করা হয়।

আজাদ আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর আমরা চূড়ান্ত খেলা খেলবো। আড়াইহাজার উপজেলা থেকে আমরা ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মী নিয়ে গণসমাবেশে যোগদান করবো। কোনো বাধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা। সকল ভয়ভীতি উপেক্ষা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। আমাদের রাজনৈতিক স্বাধীনত ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সুতরাং রাজপথেই এর ফয়সালা হবে। সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, বেদন খন্দকার, সালাউদ্দিন চৌধুরী সালামত, মনিরুজ্জামান খাঁন, হাজী বেলায়েত হোসেন, হাজী বাহাউদ্দিন নোবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আবুল কালাম, ডা. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, এড. কামাল হোসেন, আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুল হক ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ জানে আলম ভূঁইয়া, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন,উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান গনি, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।