বিভাগীয় সমাবেশ সফল করতে ধামগড় ইউনিয়নে মহানগর বিএনপির লিফলেট বিলি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নবাসীর মাঝে লিফলেট বিতরণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ১৮ নভেম্বর শুক্রবার দুপুরে ধামগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে এসব লিফলেট ব্তিরন করে মহানগর বিএনপি।

এর আগে কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের বাধা টপকিয়ে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

IMG 20221118 131848

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, মাসুদ রানা, হাবিবুর রহমান দুলাল, শাহিন আহমেদ, ফারুক হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নাজমুল হক রানা, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ খন্দকার, মোহসীন মিয়া, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, যুবদল নেতা সিবলি সাদিক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

IMG 20221118 132313