প্রস্তুত জাকির খান বলয়!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদপদবী নিয়ে বিএনপিতে শক্ত অবস্থান তৈরি করেছে জাকির খান বলয়ের নেতাকর্মী সমর্থকরা। নারায়ণগঞ্জ জেলার বিএনপির রাজনীতিতে জাকির খান নামটি বেশ আলোচিত। সাহসী এই রাজনীতিকের বিশাল কর্মীবাহিনী নারায়ণগঞ্জ জেলাজুড়ে রয়েছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, জাকির খান জামিনে মুক্তি পেলেই রাজপথে নামবেন। এতে নারায়ণগঞ্জ বিএনপির শক্তি বাড়বে বিরাট। জাকির খানের বলয়ের নেতাকর্মীরাও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামার অপেক্ষায়। জাকির খান দীর্ঘদিন নারায়ণগঞ্জে না থাকায় তার নেতাকর্মীরা বিভিন্ন নেতার ছায়াতলে থেকে রাজনীতি করে আসলেও রাজনৈতিক কর্মসূচিগুলোকে জাকির খানের নামেই শ্লোগান দিতো।

জানাগেলো, গত ৩ সেপ্টেম্বর রবিবার রাজধানী থেকে ২১ বছর পর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। তার জামিনের চেষ্টায় কাজ করছে জাকির খানের নেতাকর্মী ও তার পরিবার। কেন্দ্রীয় বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি জাকির খানের মুক্তির দাবি করে গ্রেপ্তারের নিন্দা বিবৃতি দিয়েছে। ফলে বিএনপি তাকে রাজপথে গ্রহণ করতে প্রস্তুত সেটাই অনুমেয়। কারন জাকির খানের বিশাল কর্মীবাহিনী রয়েছে যারা রাজপথে কঠোর আন্দোলনে ঝাপিয়ে পড়ার মত সাহস রাখেন।

তবে গ্রেপ্তারের মাধ্যমে হলেও জাকির খান নারায়ণগঞ্জে ফিরে আসায় তার অনুগামী বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠেছেন। তার ফিরে আসার আগেই বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান করে নিয়েছে জাকির খান অনুগামী নেতাকর্মীরা। ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন জাকির খানের। কমিটিগুলোতে যেমন শক্তি বেড়েছে তেমনি রাজপথেও চাঙ্গা ওঠছেন তারা।

নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে সরাসরি মাঠে না থাকলেও বিএনপির রাজনীতিতে জাকির খানের সম্পৃক্ততা ধরে রেখেছেন। একই সঙ্গে জাকির খানের নির্দেশনায় দলীয় সকল কর্মসূচিগুলো ব্যাপক আকারে পালন করেছেন মহানগর বিএনপির তার অনুগত নেতাকর্মীরা। তিনি নিজেও বছরখানেক পূর্বে জাকির খান থাইল্যান্ড থেকে ভারতে এসে তার দলের কয়েকশত নেতাকর্মীদের নিয়ে আজমীর শরীফ ও বম্বের শাহ্ আলীর মাজার শরীফ জিয়ারত করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করার সংবাদ জাকির খানের ছবিসহ অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়েছিলো।

জানাগেছে, জাকির খান অনুগামীদের মধ্যে জাকির খানের চাচা মনির হোসেন খান মহানগর বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। মহিউদ্দীন শিশির বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক পদে, যুগ্ম আহ্বায়ক পদে দেলোয়ার হোসেন শাহ জাকির খানের অনুগামী। এ ছাড়াও জাকির খানের অনুগামী হিসেবে পরিচিত পারভেজ মল্লিক জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জিয়াউল হক জিয়া মহানগর স্বেচ্ছসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে রয়েছেন। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব পদে আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক পদে জাহাঙ্গীর আলম রতন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদে রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব পদে পদে লিংরাজ খান ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে লিংকন খান রয়েছেন। এদের ছাড়াও আরো বেশকজন নেতাকর্মীরা রয়েছেন যারা যুবদল, ছাত্রদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, কৃষকদল, শ্রমিকদল সহ বিভিন্ন সংগঠনের পদে রয়েছেন।